বিশেষ প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আখর সীমান্ত এলাকায় বৃহস্পতিবার বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে ৭২ বোতল হুইস্কি এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করা হয়। কসবা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযানে হুইস্কি ও ভারতীয় মালামলা আটক করা হয়।
কুমিল্লা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে ৭২ বোতল হুইস্কি ও বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।