হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যারবাজার নামকস্থানে টমটম উল্টে এনজিওকর্মীসহ ২ জন আহত হয়েছেন। এসময় টমটম চালককে আটক করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলার ধুলিয়াখল-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহরা হলেন- বেসরকারি প্রতিষ্ঠান পাশা কর্মীর মহিউদ্দিন (৩৫), মাহমুদুল হাসান(৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, টমটমটি মিরপুর বাজার যাবার পথে উল্লেখিতস্থানে পৌছলে চালক রিপন মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে তারা আহত হন। স্থানীয় বাসিন্দারা চালক রিপনকে আটক করে।