খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জে চুনারুঘাটে গত এক সপ্তাহে চা-বাগান ও ২টি পল্লীতে ৩ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের আক্রমনে গৃহকর্তাসহ অন্তত্য প্রায় ৮ জন লোক আহত হয়েয়েন। ডাকাতরা গৃহকর্তা ও শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ২০লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
জানাযায়, গত মঙ্গলবার রাত ২টায় উপজেলার আমু চা-বাগানের চা শ্রমিক দিলিপ তাতী (৫০)এর ঘড়ের গ্রীল কেটে সংবদ্ধ ১০/১৫ জনের একদল ডাকাত প্রবেশ করে গৃহকর্তা ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে নগদ ৩লক্ষ টাকাসহ স্বর্ণলাক্ষার ও মালমাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে গত রবিবার রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আঃ জলিলের বসত ঘরে ১৩/১৪ জনের একদল ডাতাক চক্র দেশীয় অস্ত্র দিয়ে গ্রীল কাটার সময় পরিবারের লোকজন ডাকাত দলকে দাওয়া করলে পালিয়ে। ওই দিন একই গ্রামের রিপন (২৬) এর বসত ঘরে গ্রীল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪লক্ষ টাকাসহ স্বার্ণালক্ষার ও মালমাল নিয়ে যায়।
এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা হয়েছে। ঘটনার স্থানগুলি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী পরিদর্শন করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।