মোঃ রহমত আলী ॥ ঢাকা-সুন্দরবন রোড মার্চে পুলিশের বাধাঁ ও হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ বাসদ নেতৃবৃন্দ। সুন্দরবনের পাশে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে ১৬-১৮ অক্টোবর গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে ঢাকা-সুন্দরবন রোড মার্চে মানিকগঞ্জ, ঝিনাইদহ, মাগুড়া, যশোর, খুলনাসহ বিভিন্ন স্থানে রোডমার্চে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উপর পুলিশ হামলা চালিয়ে রোডমার্চের জনসভাগুলো করতে দেয় নাই।
পুলিশি হামলায় গুরুতর আহত হয়েছেন বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, ফখরুদ্দিন কবির আতিক, বামমোর্চার নেতা সাইফুল হক, মোশরেফা আক্তার মিশু সহ অসংখ্য নেতাকর্মী।
রোডমার্চে হামলা ও বাঁধার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এর সাথে জড়িত পুলিশ আমলাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলা, নবীগঞ্জ উপজেলার সংগঠক ডাঃ সুব্রত চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট হবিগঞ্জ জেলা সংগঠক এনামুল হক, বৃন্দাবন কলেজ শাখার আহবায়ক জসিম উদ্দিন, নবীগঞ্জ উপজেলার আহবায়ক নয়ন পাল।
নেতৃবৃন্দ সুন্দরবন ধ্বংসকারী রামপালের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম অবিলম্বে বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান।