মোঃ রহমত আলী ॥ কারবালার শহীদগণের স্মরণে আশুরার দিনকে মুসলিম শহীদ দিবস ঘোষনা করতে হবে। সুন্নী মতাদর্শ সকল মুমেনগণ আশুরার চেতনায় এগিয়ে আসা প্রয়োজন ।
পবিত্র আশুরার তাৎপর্য ও শোহাদায়ে কারবালা স্মরণে, আহলে বায়েত সম্মেলনে মাওলানা নূর উদ্দীন জংগী কথাগুলি বলেন। হবিগঞ্জ আহল সুন্নাতওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগ আশুরার তাৎপর্য ও শোহাদায়ে কারবালা স্মরণে এক সম্মেলনের আয়োজন করা হয়।
জেলাপরিষদ মিলনায়তনে সোমবার সকাল ১০ টায় পরিষদের আহবায়ক অধ্যক্ষ মুফতি এটিএম নূর উদ্দীন জংগীর’র সভাপতিত্বে ও ক্বারী মাওলানা আবু তৈয়ব মোজাহিদী ও মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সৈয়দ ফারুক আহমদ, মাওলানা আব্দুর মতিন আলকাদরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমানা আউয়ার, মোঃ শাহবাজ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হাজি নূর উদ্দীন, মোঃ আবুস শহীদ, মাওলানা রফিকুর ইসলাম জাফরী, মাওলানা খাইরুদ্দীন, মাওলানা মনির হোসেন, মাওলানা আবুল বাশার, কাজী এম এ করিম, ডাঃ এসএম সরওয়ার, আলহাজ্ব মফিজুর রহমান টিটু, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু তাহের, মাওলানা কাজী আব্দুল হাই, মাওলানা নূরুল আমিন, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া।
দেশ বরেণ্য পীর মাশায়েখ, উলামায়েকেরাম,সুধীবৃন্দ ও সুন্নী সংগঠনের নেত্রবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণী অনুষ্টিত হয়।