চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান দরমনাথ গ্রামের মৃত সুখন গড়ের মেয়ে কালোমেনি (১৩) নামে এক কিশোরী বসত ঘরের তীরের সাথে উর্না পেছিয়ে আত্মহত্যা করেছে।
জানাযায় ,রবিবার বিকাল ৩টার দিকে নালুয়া চা বাগান দরমনাথ এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় নালুয়া চা বাগানবাসীরা জানান, ঘরের ভিতরে তীরের সাথে ফাঁস লাগানো দেখে চুনারুঘাট থানা পুলিশকে খবর জানালে চুনারুঘাট থানার এস.আই কবির ভূইয়া ঘটনাস্থলে এসে দেখতে পায় বসত ঘরের তীরের সাথে উর্না পেছিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ কালোমেনির লাশ উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ কালোমেনির লাশ ছুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধনিক হাসপাতালে প্রেরণ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।