বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পারিবারিক শালিশী বৈঠকে প্রতিপক্ষের পায়ের আঘাতে প্রমীলা চাষা (৬০) নামের এক চা শ্রমিক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার রশিদপুর চা-বাগানের কোয়াটার লাইনে প্রমীলা চাষার বাড়িতে মেয়ের জামাই প্রেমা চাষার সাথে পারিবারিক দন্ধের বিরোধ নিয়ে স্থানীয় পুরুষ মহিলা আলাদা আলাদা কক্ষে শালিশে বৈঠকে বসেন।
বৈঠকের এক পর্যায়ে মহিলাদের কক্ষে হট্রগোল শুরো হলে প্রমীলা চাষা তলপেটে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে রশিদপুর চা বাগানের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ রাত ১০টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে আসেন। সোমাবার সকাল ১০টায় লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
প্রমীলা চাষার বড় ছেলে মিথুন চাষার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে। এই নির্মম হত্যার সুষ্ঠ বিচার চাই।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না এখন।