হবিগঞ্জ প্রতিনিধি : আবহাওয়াজনিত কারণে হবিগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিন দিনে আধুনিক জেলা সদর হাসপাতালে এসব রোগে ভর্তি হয়েছেন অন্তত দেড় শতাধিক মানুষ।
আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তিন দিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৮০ জন ভর্তি হয়েছেন। চিকিৎসকরা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।
হবিগঞ্জ জেলা সদরের ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে তিন দিন ধরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সদর হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসাসেবা নিচ্ছে। গত ৩ দিনে প্রায় দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
কর্মরত চিকিৎসক ডা. দেবাশিষ দাস জানান, আক্রান্ত রোগীর মধ্যে শিশুর সংখ্যা বেশি। আবহাওয়া বদলের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাত্র ২৪ শয্যার শিশু ওয়ার্ডে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসরা।
ডায়রিয়া ওয়ার্ডেরও একই অবস্থা। দিনে গরম, রাতে ঠান্ডা আবহাওয়ার এমন পরিবর্তনের কারণেই এ ধরনের রোগের প্রাদুর্ভাব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানান, খাবারে সতর্কতা ও সচেতনতার মাধ্যমে এসব রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।