নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : “উন্নয়নে প্রয়োজন পেশাজীবীর প্রশাসন” ও “সময়ের প্রয়োজন পেশাজীবীর প্রশাসন” এই শ্লোগানকে সামনে রেখে ৮ম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য নিরসনে ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষে নবীগঞ্জ উপজেলার প্রকৃচি-বিসিএস সমন্নয় কমিটি (২৬ ক্যাডার),নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৬ দফা দাবিতে বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মন্ত্রনালয়ে সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সকল পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্যপেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে, বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে, উপজেলাকে কার্যকর করতে ইউএনও,র কর্তৃত্ব বাতিল করতে, জনপ্রতিনিধি হিসাবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করতে হবে, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে।
একই সাথে বঙ্গভবন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রি পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রনালয়ে সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষন বাতিল করতে হবে ওসকল ক্যাডার ও ফাংশনাল সার্বিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করতে হবে উক্ত ৬ দফা দাবীতে অনুষ্টিত মানব বন্ধনে নবীগঞ্জ উপজেলার প্রকৃচি-বিসিএস সমন্নয় কমিটি (২৬ ক্যডার),নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ অংশ গ্রহন করেন।