লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার লাখাইয়ের পার্শ্ববর্তী অষ্টগ্রাম উপজেলার করমচাল গ্রামের নজির হোসেন (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সে ওই গ্রামের সুন্দর আলীর পুত্র।
মঙ্গলবার দিবাগত রাতে খাওয়া-ধাওয়া শেষে সে স্ত্রীর সাথে শুয়ে পড়ে। হঠাৎ ঘুম থেকে উঠে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০ টায় তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে।