শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কুতুবের চক জামিয়া রাশীদিয়া মাদ্রাসার উদ্যোগে ৩ দিন ব্যাপী তাফসির মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টার দিকে কুতুবের চক মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিক, মাওলানা কাজী আবদুল আওয়াল, মাওলানা হাফিজ মোশতাক আহমেদ, পৌর কাউন্সিলর আ স ম আফজল আলী, হাজী আব্দুল মজিদ, তাফসীর কমিটির সদস্য কবির আহমেদ, জিতু আহমেদ মাখন, কাসেম আলী, আব্দুস শহীদ, মাওলানা সেলিম আহমেদ, আব্দুল হামিদ ও সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৯-১১ তিন দিন কুতুবের শাহী ঈদ গা মাঠে ব্যাপী ৮ম বার্ষিক পবিত্র তাফসীর মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।