হবিগঞ্জ প্রতিনিধি: কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র জিকে গউছের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ ১০জন আহত হয়েছেন।
রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকে ব্যাপক ভাঙচুর করেছে বিএনপি। এ সময় পুলিশ-বিএনপি সংঘর্ষে ওসিসহ ১০ জন আহত হয়েছেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।