দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্তরের কাছে একতা (ঢাকা মেট্রো-ব-১১-১৭৫২) বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা(টমটম)চালক আব্দুল সালাম গুরুত্ব আহত। ড্রাইভার আব্দুল সালাম কে গুরুত্ব অবস্থা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয় জনতা পুলিশের উপর ধাওয়া করে এতে আহত হয় দুলাল মিয়া ও শাহজান নামে আরও দুই জন তাদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চুনারুঘাট থানার পুলিশ আসলে অবরোধ নিয়ন্ত্রনে আনা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।