নবীগঞ্জ প্রতিনিধি : “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য-২০৪১-এ উন্নত বাংলাদেশ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নবীগঞ্জেও গতকাল রবিবার নানা অনুষ্টানমালার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ওই দিন সকালে উপজেলা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে উপজেলা পরিষদের হল রোমে আলোচনা সভা, প্রশিক্ষন সনদ ও যুব ঋনের চেক বিতরন অনুষ্টান অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের উদ্যোগে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা আক্তার, প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা।
শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন লিটন চন্দ্র দাশ প্রমূখ। পরে প্রশিক্ষন প্রাপ্তদের মধ্যে সনদ ও ১০ জন যুবকের মধ্যে ঋন বিতরণ করা হয়েছে।