নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার পল্লী এলাকায় গড়ে উঠেছে ২ হাজার ৬৮০টি গ্রাম সংগঠন। এ সকল সংগঠনের সদস্য সংখ্যা ৬০ হাজার ৫২৪ জন। সদস্যদের মাঝে ৫২ হাজার ৭৮১ জনে মাঝে ১শ কোটি টাকা ক্ষুদ্র ঋন বিতরণ করেছে ব্র্যাক। আর এই ঋণ নিয়ে ক্ষুদ্র শিল্প, হাঁস-মুরগী ও গবাদী পশুর খামার গড়ে নিজেদের আত্ম কর্মসংস্তান সৃষ্টি করেছেন অনেক যুবক-যুবতী। অনেকেই নতুন নতুন উদ্ভাবনী কাজ করেছেন। কেউ অভিবাসী ঋণ নিয়ে চলে গেছেন বিদেশে।
বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার বাড়া পইল গ্রামে জেলা প্রশাসক সাবিনা আলম গ্রাম সংগঠন পরিদর্শন করতে গেলে ব্র্যাকের জেলা প্রধান ফিরুজ ভূইয়া এই তথ্য জানান।
সারা বিশ্বে ফাইনান্সিয়াল ইনক্রুশিং টুয়েন্টি টুয়েন্টি (এফআই ২০-২০) উপলক্ষে বাংলাদেশের সকল জেলায় ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনকালে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী , ব্র্যাকের কর্মকর্তা রাজেশ কুমার, ভৈরব চন্দ্র বিশ্বাস ও মিতালী ধর উপস্থিত ছিলেন।