এস এইচ টিটু : বিশিষ্ট শিল্পপতি নূরপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ওয়েস্ট মন্ট পাউয়ারের চেয়ারম্যান, সমাজ সেবক, দানবীর সবার প্রিয় কাজী তাজুল ইসলাম ফারুকের মৃত্যুতে নূরপুর গ্রামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন- গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল,হাজী মুক্তার হোসেন,আক্তার হোসেন,লাল মিয়া সরদার,মাসুদ চৌধুরী,মীর আবু তাহের,ফজলুল করিম মেম্বার,সাংবাদিক এস এইচ টিটু,মীর সজল,মোতাকাব্বির আক্কাস,রেজাউল করিম বাদল,রফিক মিয়া,আফ্বত আলী,করিম সরদার,হিরাজ মিয়া,ময়না মিয়া,সাজু মিয়া,মানিক মিয়া,অলি হোসেন লেচু,আরিফ হোসেন খোকন,আছাদ আলী,সান্টু,রোকন,সালেহ,নয়ন,পিন্টু,তোফাজ্জল হোসেন অপু,মহসিন পাশা ইদু,আছকির মিয়া প্রমূখ।
সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় ঢাকা সিলেট মহাসড়কের নছরতপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।