নবীগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীগঞ্জ পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদ প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ গোলাম রসূল চৌধুরী রাহেল উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ গোলাম রসূল চৌধুরী রাহেল এর আহবানে গতকাল শুক্রবার বিকেলে তার বাস বাসভবন শহরের হাসপাতাল রোডস্থ খালিক মঞ্জিলে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শাহ রিজভী আহমেদ খালেদ, রবীন্দ্র কুমার পাল প্রমুখ। মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ গোলাম রসূল চৌধুরী রাহেল বক্তব্য রাখেন। বক্তব্যকালে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ একটি বৃহত্তর গনতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীরা অত্যান্ত সুশৃঙ্খল। তাই দলীয় ফোরামে মনোনয়ন চাওয়ার অধিকার সকলের। বক্তাগন বলেন, সর্বশেষে যাকে আওয়ামীলীগ মনোনিত করবে ঐক্যবদ্ধ ভাবে তাঁর পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করার বিকল্প নেই। সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ গোলাম রসূল চৌধুরী রাহেল বলেন- “আমি আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীয়ের সাহায্য সহযোগীতা ও দোয়া এবং আশির্বাদ কামনার পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশা করি। আওয়ামীলীগ আমাকে মনোনয়ন প্রদান করলে আমি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় নবীগঞ্জ এর সর্বস্তরের প্রাণপ্রিয় নাগরিকবৃন্দ সহ তরুন সমাজকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বঙ্গবন্ধুর শোষনমুক্ত সোনার বাংলা বিনির্মানে নিজেকে ব্রতী করব”।