মোযযাম্মিল মাছুমী।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর এলাকায় ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. বায়েজিদ ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য আহত হয়েছেন।
শুক্রবার রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মাধবপুর হয়ে ফেরার পথে স্থানীয় আদাঐর বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, মাধবপুর থেকে মাইক্রোবাসযোগে যাওয়ার পথে তারা ডাকাতের কবলে পড়েন। ডাকাত দল তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে যান ওসি।
নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট বায়েজিদ ও সাংবাদিক পীযূষ কান্তি ডাকাতের কবলে পড়েছে বলে শুনেছি। ঘটনাস্থল হবিগঞ্জের মাধবপুরে হওয়ায় সেখানকার ওসি ঘটনাস্থলে গেছেন।
তবে হামলার শিকার পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।