নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বর্তমান উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম স্থানীয় সংগঠক ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে সংজ্ঞানহীন বাবু মিহির কুমার রায় মিন্টুকে দেখতে যান উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তারা মিন্টু বাবুর শয্যা পাশে গিয়ে কিছু সময় কাটান এবং তার শারিরিক ও চিকিৎসার খোঁজ খবর দেন। শেষে সবাই মিন্টু বাবুর আশু রোগ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ নেতা সুমঙ্গল দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, রবীন্দ্র কুমার পাল ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ গোলাম রসূল চৌধুরী রাহেল।
উল্লেখ্য, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু গত ১৬ অক্টেবর থেকে ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে সংজ্ঞানহীন অবস্থায় সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নবীগঞ্জ শহরের শান্তিপাড়াস্থ তার নিজ বাস ভবনে চিকিৎসাধীন রয়েছেন।