এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামে আলোচিত স্কুল ছাত্র হত্যা কান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে নিহত স্কুল ছাত্র লায়েছ চৌধুরীর মা জেসমিন আক্তার বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে, আলোচিত এ হত্যা কান্ডের ঘটনার মুলনায়ক ঘাতক রিপনকে খুঁজছে পুলিশ। মামলায় মারাজ মিয়াকে প্রধান, আইয়ুব আলী ও ঘাতক রিপনসহ ১০ জনের নাম উল্লেখ ও আজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বালিকান্দি গ্রামে ঘাতক রিপনের উপর্যপুরি ৩৩টি ছুরিকাঘাতে নিহত হয় প্রবাসীর পুত্র স্কুল ছাত্র লায়েছ।
এ ব্যাপারে সদর থানার এসআই ওয়াহেদ গাজী জানান, রিপনসহ আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।