মোযযাম্মিল মাছুমী, বিশেষ প্রতিনিধি ॥ নাসিরনগর উপজেলায় আজ জে এস সি পরীক্ষা চলাকালে নকল সরবরাহের অভিযোগে দুই কলেজ ছাত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে ।গতকাল রবিবার সকালে নাসিরনগরের চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিতব্য জে এস সির গণিত পরীক্ষা চলাকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ হাতেনাতে নকল সরবরাহের সময় চাতলপাড় ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র কৃপাসিন্ধু(১৮),নাজমুল মিয়া(১৮) ও ফাস্টফুট ব্যবসায়ী রুবেল মিয়াকে (২০) আটক করে ফেলেন।
আটক তিনজনকে নাসিরনগর থানা হাজতে রাখা হয়েছে। পরর্বতীতে ভ্রাম্যমান আদালতে হাজির করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।