ঢাকা: চিকিৎসা শেষে আগামী শনিবার (২১ নভেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খালেদার দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালত প্রাঙ্গনে খালেদার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আদালতের কার্যক্রম শেষে বের হয়ে কথা বলেন খালেদার আইনজীবীরা।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আগামী শনিবার (২১ নভেম্বর) বিকেল নাগাদ বিএনপির চেয়ারপারসন দেশে ফিরবেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিএনপির চেয়ারপারসনের প্রেসউইংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সেখানকার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, অফিসিয়ালি আমাদের কিছু জানানো হয়নি। আনঅফিসিয়ালি আমরা জানতে পেরেছি, শুক্রবার (২০ নভেম্বর) লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।