এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকা থেকে নুর আলম (১৮) নামের এক ছিচকে চোরকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। পরে চিকিৎসা শেষে তাকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। সে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের আব্দুল আওয়ালের পুত্র। গতকাল শনিবার দুপুরে ওই এলাকার একটি স্টলে চুরি করতে গেলে লোকজন তাকে আটক করে মাথা ন্যাড়া করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করায়।