ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর বুধবার, হবিগঞ্জের মেয়াদ উত্তীর্ণ ৫টি পৌরসভায় একযোগে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। জেলায় যেসকল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে- তন্মধ্যে হবিগঞ্জ, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর।
এবারই প্রথম স্থানীয় কোনো নির্বাচনে দলীয়ভাবে ভোটগ্রহণ হবে। তবে কোনো দল কোনো পৌরসভায় একাধিক মেয়রপ্রার্থী দিলে সবগুলো প্রার্থীর মনোনয়ন বাতিল হবে বলে গণ্য হবে।
মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংসাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সিইসি বলেন, মনোনয়ন গ্রহণের শেষ সময় ৩ ডিসেম্বর আর যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।