চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে হাজী আসিফ ইকবাল দুলালকে জাপা মনোনয়ন বোর্ড মনোনয়ন দিয়েছে। রবিবার দুপুরে জাপার মনোনয়ন বোর্ড চুনারুঘাট পৌর নির্বাচনে মেয়র পদে উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হাজী আসিফ ইকবাল দুলাল।
তিনি চুনারুঘাট পেীরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও ১০নং মিরাশী ইউনিয়নের ৬বার নির্বাচিত সাবেক মেম্বার মৃত আঃ আজিজের ছেলে । ঢাকায় জাপার চেয়ারম্যানের কার্যালয়ে জাপার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ হাজী দুলাল কে চুনারুঘাট পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রদান করেন। খবরটি মুর্হুতের মধ্যে চুনারুঘাট পৌর শহরে জড়িয়ে পড়লে জাপার নেতা-কর্মীদের মাঝে প্রাণ-চাঞ্চল্য দেখা দেয়।