নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি।
সিলেট বিভাগ :
জকিগঞ্জে বদরুল হক বাদল, কানাইঘাটে আবদুর রহিম,
গোপালগঞ্জে শাহীন চৌধুরী,
সুনামগঞ্জের পৌরসভায় অধ্যক্ষ শেরগুল আহমেদ,
ছাতকে শামসুর রহমান,
দিরাইয়ে মাইনুদ্দিন চৌধুরী,
জগন্নাথপুরে রাজু আহমেদ,
মৌলভীবাজার পৌরসভায় অলিউর রহমান অলি,
কমলগঞ্জে আবু ইব্রাহিম জমসের,
কুলাউড়ায় কামালউদ্দিন আহমেদ,
বড়লেখায় আনোয়ারুল ইসলাম,
হবিগঞ্জ পৌরসভায় জি কে গউস,
নবীগঞ্জে সাবেরুল হক,
মাধবপুরে হাবিবুর রহমান মানিক,
শায়েস্তাগঞ্জে ফরিদ আহমেদ অলি ,
চুনারুঘাটে নাজিমউদ্দিন সামসু বিএনপির প্রতীক ধানের শীষ পেয়েছেন।