এম এ আই সজিব / রহমত আলী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ভঙ্গর হাটি গ্রামে বাড়ির জমি নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সদর হাসপাতালেও ২দফা সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুন নুরের পুত্র আব্দুল কাইয়ুমের সাথে একই গ্রামের আইন উলার পুত্র আব্দুলার বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় লোকমান (৪০), তাছলিমা (২০), রুবেল মিয়া (৩০), মুক্তা আক্তার (২০), সুলতানা (২০), আজদু মিয়া (৩০), জায়েদা আক্তার সুমি (১৫), রাহেলা (২০), মারাজ মিয়া (১৫), তাউস মিয়া (২০), আব্দুল গনি (৩০), জিলাম মিয়া (২০), ইদ্রিস আলী (৩০), শাহীন মিয়া (২০), খালেদা (২৫), সাফিয়া (২৫), সেলিনা (৩০), জোনাকি (১৫), সাহেদা ১ (২০), সাহেদা -২ (৩০), ইশিতা (৮), সেলিনা-২ (২০), সুফিয়া (৩০), রোকেয়া (২০), আয়মনা বিবি (৪৫), জরিনা বেগম (৩৫), রুবি বেগম (১৮),আসমা খাতুন (২৬), তাজুল ইসলাম (৪৫), আছকির মিয়া (৪০), নানু মিয়া (৩০), জুয়েল মিয়া (৩২), সিজিল মিয়া (৩৫), সেলিম মিয়া (৩৩), রুয়েল মিয়া (২৭), আল আমিন (১২) মকবুল হোসেন (২৭), সজলু মিয়া (৩০), রোকন মিয়া (৩০), কাউসার মিয়া (১৮) ও মুক্তার মিয়া (১৪) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে এসে উভয়পক্ষের আহতরা চিকিৎসা নেয়ার সময় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে আহতরা জানায়, গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।