এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে প্রেমের ফাঁদে ফেলে তাসলিমা আক্তার (১৮) নামে এক যুবতীকে ধর্ষণ করেছে এক লম্পট। মূমুর্ষ অবস্থায় তাকে গতকাল শনিবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে ওই গ্রামের মৃত আব্দুল মন্নাফের কন্যা। হাসপাতালে মূমুর্ষ অবস্থায় তাসলিমা এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুর রউফের পুত্র রাজন মিয়া (২২) এর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিষয়টি রাজনের পরিবার মেনে নেয়নি। তাসলিমা বারবার রাজনকে বিয়ে করার প্রস্তাব দিলে সে কালকেপন করতে থাকে।
এক পর্যায়ে রাজন ক্ষিপ্ত হয়ে উঠে। গত শুক্রবার রাত ১২ টার সময় তাসলিমা প্রকৃতির ডাকে ঘর থেকে বাহির হলে রাজন ও ওই গ্রামের জয়নাল মিয়ার পুত্র তার বন্ধু ইসনুর মিয়া অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। ধানক্ষেতে নিয়ে রাজন তাসলিমাকে মুখে গামছা বেধে রাতভর ধর্ষণ করে। এসময় তার বন্ধু তাকে পাহারা দিচ্ছিল। সকালে পরিবারের লোকজন তাকে ধান ক্ষেত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক বলে চিকিৎসক জানিয়েছে। ঘটনার পর থেকে দুই লম্পট আত্মগোপন করেছে।