এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করাতে এসে হাসপাতালের মহিলা কর্মচারীর উপর হামলা চালিয়েছে এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ১ ঘন্টা কর্মবিরতি পালণ করেছেন।
আহত হাসপাতালের এমএলএসএস সুলতানা বেগম (৪৫) জানান, বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের কন্যা ধর্ষিতা তাসলিমা আক্তার (১৮) কে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার দুপুরে আলট্রা¯েœা কক্ষে পরীক্ষা করাতে আসলে ডাক্তারের সাথে থাকা দায়িত্বপ্রাপ্ত সুলতানা হাসপাতালের এক্সরে মেশিন নষ্ট, বাহির থেকে পরীক্ষা করাতে বলে।
এসময় ভিকটিমের সাথে থাকা নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মুজিবুর রহমানের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা শামীম চৌধুরী ক্ষিপ্ত হয়ে সুলতানাকে লাঞ্ছিত করে এবং চড় থাপ্পড় মারতে থাকে। তার চিৎকারে হাসপাতালের কর্মচারীরা ঘটনাস্থলে এসে ওই কক্ষে শামীমকে দরজা বন্ধ করে আটকে রেখে সদর থানায় খবর দিলে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং শামীমকে আটক করেন।
এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের কর্মচারীরা ১ ঘন্টা কর্মবিরতি পালণ করে। পরে শামীম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় বিষটি মিমাংসা হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে এসআই ওমর ফারুক জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশিষ্ঠজনরা মিমাংসা করে দেয়ায় শামীমকে ছেড়ে দেয়া হয়।