এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন কম্পিউটা ট্রেনিং সেন্টার। আর এর মধ্যে সবুজবাগ এলাকার লিসডা ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার সেন্টারের প্রচার ও প্রসারের লক্ষ্যে চটকদার বিজ্ঞাপন শহরের গুরুত্বপুর্ণ স্থানে লাগানো হচ্ছে।
রাজনৈতিক নেতাকর্মীদের লাগানো পোষ্টারের উপর এসব প্রতিষ্ঠানের লিফলেট লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহিরের ছবিকে অবমাননা করছে বলে দলের নেতাকর্মীরা মনে করছেন। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গতকাল রবিবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল সড়ক, ফৌজদারী কোর্ট, তিনকোনা পুকুর পাড়, সবুজবাগ, মহিলা কলেজ রোড, সরকারি বৃন্দাবন কলেজ রোডসহ বিভিন্ন রোডে দেয়ালে লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহিরের ছবির মুখের উপর লিফলেট লাগানো হয়েছে। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা তাজ উদ্দিন ও পৌর আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলামসহ আরো অনেক নেতাকর্মী প্রতিবাদ করেন।
এব্যাপারে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহসিন আহমদ বলেন যারা লাগিয়েছে তারা ভুল করে লাগিয়েছেন। এগুলো তুলে নেয়া হচ্ছে।