শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্লাস্টিক বস্তা ব্যবহারের অপরাধে ৫ চাউলের দোকানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নিবার্হী ম্যাজিস্ট্র্যট সেজুতি ধর অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, অভিযানকালে ড্রাইভার বাজারের মা-এন্টার প্রাইজকে ২ হাজার, পুরান বাজারের জিতু টের্ডাসকে ২ হাজার, দাউদনগর বাজারে ৩ টি দোকানকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।