মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুরে মহাসড়কের আরএকে সিরামিক্স এলাকায় ডাকাতির সময় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রাতে মহাসড়কে পিকআপ নিয়ে ডাকাতির করতে একদল মুখোশদারি ডাকত দল মহাসড়কে হানা দেয়। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, মাধবপুর উপজেলার সাতপারিয়া গ্রামের চান মিয়ার পুত্র ফজল মিয়া (২৮), একই এলাকার পুরাইতলা গ্রামের পুরাইয়া মিয়ার পুত্র পুরণ মিয়া (৩০) ও বি-বাড়িয়া জেলা সদরের সিরাজ মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (৪৬)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তারা সোমবার (৭ ডিসেম্বর) রাতে ডাকাতির সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।