শাহীন আহমেদ, শায়েস্তাগঞ্জ থেকে :-
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বী বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। বুধবার সন্ধায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো: শোয়েব চৌধুরী নির্বাচন তফশীল ঘোষনা করেন।
নির্বাচন তফশীল অনুযায়ী ২০ ডিসেম্বর ২০১৫ রবিবার বিকাল ৪ টা হইতে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টা হইতে রাত ৭টা পর্যন্ত জমা নেওয়া হইবে এবং রাত ৮টায় মনোনয়ন বাচাই করা হবে। ২৩ ডিসেম্বর পত্যাহার ও ২৫ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহন করা হইবে। সভাপতি সাধারন সম্পাদক সহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্টিত হবে।
তফশীল ঘোষনার সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ, জালাল আহমেদ, প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, সাধারন সম্পাদক হারুন সাঁই, সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সমিরন চক্রবর্তী শংকু, নওরোজুল ইসলাম চৌধুরী, প্রভাষক জালাল উদ্দিন রুমি, মঈনুল হাসান রতন, কামরুল হাসান, কামরুজ্জামান আল রিয়াদ, আব্দুল হক রেনু, মিজানুর রহমান সুমন।