এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
জানাযায়,আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের পাহাড়পুর কায়স্থহাটির প্রবীর চন্দ্র দাসের স্ত্রী প্রভা রানী দাস (২২) এর সহিত দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছিল। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।একই দিন ভোর অনুমানিক ৪ টায় ঘরের তীরের সহিত গলায় রশি বেঁধে আত্মহত্যা করে।
পরদিন গতকাল বুধবার সকালে ওই গৃহবধূ ঘরের তীরের সহিত ঝুলতে দেখে থানায় খবর দেন পরিবারের লোকজন।পর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।সে একই এলাকার আড়িয়ামুগুর গ্রামের অনিল চন্দ্র দাসের মেয়ে।তার আত্মহত্যাকে ঘিরে এলাকায় নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে।