এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের সুনারু নামক স্থানে ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক খাদে পড়ে চালক আহত হয়েছেন। ফলে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সঙ্গে হবিগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চরম দুর্ভোগ পোহতে হচ্ছে হবিগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ গামী যাত্রীদের।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালক বাবুল মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে ব্রিজটি নির্মাণাধীন থাকায় বিকল্প একটি ব্রিজ ব্যবহার করে হয়। সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বানিয়াচংগামী একটি বালু বোঝাই ট্রাক ব্রিজটি পারাপারের সময় ব্রিজটি ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়।
ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সঙ্গে হবিগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চরম দুর্ভোগ পোহতে হচ্ছে হবিগঞ্জগামী যাত্রীদের। এ রিপোর্ট লোখা পর্যন্ত ব্রিজের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছিল।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।