চুনারুঘাট থেকে সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকেটিংকালে নাশকতার আশঙ্কায় শিবিরের সভাপতি হাফেজ নাজমুল হাসান জাবেদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত অন্যজন হলেন চুনারুঘাট পৌর এলাকার আমকান্দি গ্রামের তাহির আলী মিরের ছেলে নাজিম আলী মির(২২)।
বুধবার সকাল ১০টার দিকে শহরে পিকেটিং থেকে তাদের আটক করা হয়। আটক শিবির সভাপতি জাবেদ উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের গোয়াছপুর গ্রামের হাফেজ আব্দুল কাইয়ূমের ছেলে।
সে শায়েস্তাগঞ্জ কালিম মাদ্রাসায় ফাজিল(বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )অমূল্য কুমার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকেটিংকালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা দুই দিনের হরতালের ১ম দিন আজ।