এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে মাদক ব্যবসা জমে উঠেছে। পুলিশের নজরদারি না থাকায় পূর্ব তেঘরিয়া গ্রামকে মাদক বিক্রেতারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছেঁ নিয়েছে।
সন্ধ্যা হলেই জেলার বিভিন্নস্থান থেকে মাদকসেবীরা মোটরসাইকেলসহ হালকা যানবাহনে করে ওই গ্রামে ছুটে আসে। এলাকাবাসির অভিযোগ কিছু অসাধু লোকেরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরণের মাদক হবিগঞ্জে এনে বিক্রি করছে।
এর মধ্যে রয়েছে যৌন উত্তেজক ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল। কৌশলে খোয়াই নদীর বাঁধে তারা সন্ধ্যার পর থেকেই এসব বিক্রি করছে। ফলে গ্রামের সামগ্রিক পরিবেশ নষ্ট হচ্ছে।
বিপথে যাচ্ছে গ্রামের যুব সমাজ। বেড়েছে চুরিসহ ছোটখাটো অপরাধের ঘটনা।