মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।।
বাংলার আদ্ধাত্ত্বিক সম্রাট হযরত শাহ্ জালাল ইয়ামানী রহঃ এর অন্যতম বয়োজ্যেষ্ঠ মুরুব্বী মাধবপুর তথা হবিগঞ্জবাসীর হৃদয়ের স্পন্দন মাধবপুরের হযরত শাহ সুলাইমান ফতেহগাজী (রহঃ) এর শাহজিবাজারের ফতেপুর দরবার শরীফের বাৎসরিক ৩ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক ১৪ ডিসেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে।
এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও মুরিদানগন সমবেত হবেন।
যথা সময়ে অংশগ্রহন ও মহান আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য মাজার কমিটির সভাপতি ও দরবার শরীফের খাদেম মোঃ আছিব আলী শাহ সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।