এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের টাউন হল এলাকার এক বাসায় চুরির চেষ্টাকালে দুই চোর ধরাশায়ী হয়েছে। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ওই সড়কের হবিগঞ্জ সদর আসনের এমপি আবু জাহিরের বাসভবনের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
আটক দুই চোর হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের শুকুর মিয়ার পুত্র মাদকসেবী রিপন মিয়া (২০) ও মাধবপুর উপজেলার রিয়াজ নগর গ্রামের অনু মিয়ার পুত্র সাগর (১৭)। এসময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম রেঞ্জ ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।