সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর শেখঘাট এলাকায় পুলিশ, ছাত্রলীগ ও শিবির নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের ডাকা হরতালের সমর্থনে সিলেট নগরীর শেখঘাট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিল বের করার সঙ্গে সাথে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ করে শিবির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে সাথে ছাত্রলীগ নেতাকর্মীও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে শিবির কর্মীরা পালিয়ে যায়। সংঘর্ষে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পরে পুলিশ শেখঘাট এলাকায় বাসায় বাসায় তল্লাশি শুরু করে। তল্লাতি চলাকালে শুভেচ্ছা ৩৪৮ নং বাসা থেকে আশরাফ আহমদ ও নরুল ইসলাম নামের এক পথচারীকে আটক করা হয়।কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।