প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান ও শায়েস্তাগঞ্জ পৌরসভায় আতাউর রহমান মাসুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
প্রেস বার্তায় বলা হয়েছে- দলীয় শৃংখলা ভঙ্গ করায় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক মিজান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি এক যুক্ত বিবৃতিতে এ বহিষ্কারাদেশ প্রদান করেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলমীর খান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।