খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ আসন্ন চুনারুঘাট পৌরসভা নির্বাচনে এবার ভোটযুদ্ধে নেমেছেন স্বামী-স্ত্রী। স্বামী সাধারণ ওযার্ডে এবং স্ত্রী সংরক্ষিত মহিলা আসনে ভোটযুদ্ধে নামায় এলাকায় নানা আলোচনায় এসেছেন দু প্রার্থী।
চুনারুঘাট পৌরসভার ৪নং সাধারণ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হচ্ছেন মোঃ আব্দুল হক। তিনি এবারও ঐ ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। এদিকে তার স্ত্রী মোছাঃ রোকেয়া হক সংরক্ষিত মহিলা আসন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে কাঁচি প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।
স্বামীর ওয়ার্ডে ৪ প্রার্থী এবং স্ত্রীর ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নয়ানী গ্রামের বাসিন্দা আব্দুল হক আওয়ামলী রাজনীতির সাথে জড়িত। তিনি সদস্য বিদায়ী উপজেলা কৃষকলীগের সভাপতি। পাশাপাশি চুনারুঘাট বাজারের একজন ব্যবসায়ী। তিনি জানান, কাউন্সিলর হিসেবে তিনি এলাকায় ব্যাপক কাজ করেছেন। রাস্তাঘাটসহ নানা উন্নয়ন কর্মকান্ড এলাকায় করেছেন। তাই তিনি এবারও জয়ে ব্যাপারে আশাবাদী। অপরদিকে স্ত্রী রোকেয়া হক এবারই প্রথম সংরক্ষিত নারী আসনে নির্বাচন করছেন। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। রোকেয়া হক বলেন, তিনি জয়ী হলে এলাকার উন্নয়নই হবে তার প্রথম কাজ। পাশাপাশি তিনি নারী উন্নয়নে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মনে করেন, ভোটাররা পছন্দ করলে স্বামী স্ত্রী কোন বিষয় নয়। এ নিয়ে ভোটারদের মধ্যেও আগ্রহের কমতি নেই। স্বামী স্ত্রী একই সাথে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হওয়ায় মানুষের মধ্যে নানা আলোচনা হচ্ছে। অনেকেই বলেছেন স্বামী স্ত্রী নির্বাচিত হলে জনগন এক বাড়িতে গিয়েই সেবা পাবে। আবার অনেকেই মনে করছেন, স্বামী-স্ত্রী নির্বাচনে থাকায় মানুষও কিছুটা দ্বিধাবিভক্তে পড়েছে। এক ঘরে ভোট দিতে অনেকেই সংকোচবোধ করলেও এলাকাবাসী তাদের দু’জনকে বিজয়ী করতে জোরেশোরে মাঠে নেমেছন।