এম এ আই সজিব ॥ হবিগঞ্জে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায় বাদী হয়ে সদর থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে এ মামলা দায়ের করেন। মামলায় আটক ৫ জনসহ ১০ জনের নাম উলেখ করে অজ্ঞাত আরো ২ থেকে ৩ জনকে আসামি করা হয়।
আহত আটক ডাকাতদের পুলিশ প্রহরায় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের মাউতপুর (ধুলিয়াখাল) নামক স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফজর আলী (৩০), লিটন মিয়া (২২), সাহেদ আলী (৪৭), সফিক মিয়া (২১) ও রাসেল মিয়া (১৯) কে আটক করা হয়।
এসময় পুলিশ দুর্বৃত্তদের কাছ থেকে ১টি পাইপ গান, ৩ রাউন্ড গুলি, ৪টি দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানায়, ওই এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ খবর শুনে ডিবি পুলিশ ঘটনাস্থলে সাড়াশি অভিযান চালায়।
এ সময় ডাকাতদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পুলিশকে গুলিবর্ষণ করতে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ৫ ডাকাত সদস্য আহত হয় এবং এ সময় ৭ পুলিশ সদস্য আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।