আজিজুল হক নাসির: এলাকার শিক্ষীতদের বেকারত্ব দুর করতে ভূমিকা রাখছে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ডিজিটাল কম্পিউটার সেন্টার। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু চৌধুরীর উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ২নং আহম্মদাবাদ ইউনিয়ন ডিজিটাল কম্পিউটার সেন্টারকে ২০১৩সালে আহম্মদাবাদ ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে রুপান্তরিত করা এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এলাকার শিক্ষীত বেকাররা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী কিংবা ব্যবসার মাধ্যমে
স্বাবলম্বী হয়ে উঠছেন। প্রতিষ্ঠানে চেয়ারম্যান সনজু চৌধুরী চারটি কম্পিউটার ও একজন প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন। পাশাপাশি ইউনিয়নের সচিব শিউলি চৌধুরীও প্রতিষ্ঠানটিকে দেখাশোনা ও নানাবিদ সহযোগিতা করেন। সেন্টারের
প্রশিক্ষক হাফিজ তালুকদার জানান, ছাত্র/ছাত্রীদেরকে ৩মাসের প্রশিক্ষন শেষে প্রশিক্ষক, চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত সনদ প্রদান করা হয়। এ যাবত তারা ৫০জনেরও বেশি শিক্ষার্থীকে সনদ প্রদান করেছেন। উপযুক্ত সহযোগিতা পেলে তিনি আরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারবেন।