মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।।
ত্বালাআল বাদরু আলাইনা
মিন ছানী ইয়াতিল ও’ইদায়ী
ওয়াজাবাত শুকরু আলাইনা
মাদা’আা লিল্লাহী দায়ী
পৃথীবির সকল অন্ধকারকে দূরীভূত করে আলোকিত করেছিলেন যিনি, তিনি হলেন সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মহামানব নূর নবী হাযরাত মোহাম্মাদ সাঃ। যিনি মা আমেনার পবিত্র রেহেমে নূরের ফোয়ারা নিয়ে বিশ্বময় আলো ছরিয়ে দিয়েছিলেন। সৃষ্টিকুল পেয়েছিল তাদের পূর্ণতা ও স্বার্থকতা। যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কোন কিছু সৃষ্টি করতেন না। তিনি সকল নবীদেরও নবী। যিনি ১২ রবিউল আউয়ালের এই মোবারক দিনে পৃথিবীতে আগমন করেন। যেই দিনটি মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। সমগ্র মুসলিম জাতি এই দিনকে শ্রদ্ধাভরে পালন করে। আর এই দিনটিকে পালন করতে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক বিশাল মোবারক আনন্দ মিছিল বের করা হয়। পীর সাহেবের আহ্বানে এতে হাজার হাজার মুসুল্লীদের সমাগম হয়। ফান্দাউকের পার্শ্ববর্তী মোড়াকরি, আতুকোড়া, বুড়িশ্বর, শ্রীঘরসহ বেশ কয়েকটি গ্রাম থেকে মিছিলের সাথে মানুষ ফান্দাউক মাদরাসা ময়দানে জরো হয়। পরে সকলে সমবেত হয়ে পীর সাহেবের নেতৃত্ত্বে মোবারক আনন্দ মিছিলটি ফান্দাউক, মোড়াকরির বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এসময় সবার মূখে মূখে বলতে শুনা যায়- “নূর নবীজীর জন্মদিন, আজকে মোদের খুশির দিন” “মিলাদুন্নবীর আলো ঘরে ঘরে জালো”। মিছিল পরবর্তী এক আলোচনা সভা মাদরাসা ময়দানে অনুষ্টিত হয়। ক্বোরআন তিলাওয়াত, নাত শরীফ পাঠ সহ বিশ্ব নবীর আগমনের ওপর ক্বোরআন হাদিসের ভিত্তিতে মূল্যবান বক্তব্য দেওয়া হয়। গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, পীরজাদা আল্লামা মুফতী মঈনুদ্দীন আহমাদ, পীরজাদা আলহাজ্ব মাওঃ সৈয়দ আবু বকর সিদ্দিক, মাওঃ সৈয়দ জাকারীয়া আহমাদ, ফান্দাউক মাদরাসার সুপার মাওঃ আবুবকর ভুইয়া, মাওঃ সৈয়দ আশরাফ উদ্দিন শামীম, ডাঃ মাওঃ বশির আহমাদ পাঠান, মোঃ বাইজিদ মিয়া মিলাদ মোস্তফা পরিচালনা করেন মুফতী মাওঃ মোযযাম্মিল হক মাছুমী সহ বহু ওলামায়ে কেরাম। রাজনৈতিক পেশাজীবী, সাংবাদিকদসহ নানা পেশার বিশিষ্ঠ ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন, লাখাই থানা আওয়ামীলীগ নেতা জনাব সুমন, জনাব মোঃ মাহফুজ মিয়া, জনাব মোজাহিদ মিয়া, মোড়াকরির সাবেক মেম্বার জনাব আঃ ছুবহান, ফান্দাউক ইউ পির যুবলীগ সভাপতি জনাব জানে আলম সায়েম, বিএনপি নেতা জনাব ফরহাদ মেম্বার, আলমগীর মেম্বার প্রমূখ। পরিশেষে ফান্দাউক দরবারের বর্তমান পীর সাহেব আল্লামা মুফতী আলহাজ্ব সৈয়দ ছালেহ আহমাদ মামুন সাহেব মিলাদ ও দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়। এদিকে বৃহস্পতিবা বাদ মাগরিব থেকে সারা রাত্রিব্যাপী দরবারে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে আসার জন্য বিনিত ভাবে দাওয়াত করেছেন দরবার শরীফ কর্তৃপক্ষ।