মোঃ রহমত আলী ॥ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন আইন-শৃঙ্খলা ও মসজিদে আতœঘাতি বোমাবাজির প্রতিবাদ ও প্রতিরোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর )দুপুরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় বক্তারা জুয়া ও মাদকের প্রসার, ছিনতাই-মারামারি, খানাখন্দের রাস্তাঘাট, ধানের স্বল্প মূল্যের কারণে ধান চাষীদের চাষাবাদে অনিহা, অসহনীয় যানজট সহ দেশের বিভিন্ন মসজিদে আতœঘাতি বোমাবাজি প্রতিবাদ ও প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নের সকল মসজিদের মতোওয়াল্লী, ইমাম, মোয়াজ্জিন, মক্তব, মাদ্রাসা শিক্ষকদের সাথে ২৮ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় প্রতিবাদ ও প্রতিরোধ এবং করনীয় বিষয়ে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মঞ্জিল মিয়া, মাওলানা শফিকুর রহমান, মাওলানা বশীর উদ্দিন, মতোওয়াল্লী জাকির হোসেন, মেম্বার নুরুল ইসলাম, সাবেরা খাতুন, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমুখ।