নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির মনোনিত মেয়রপ্রার্থী ফরিদ আহমেদ অলির সমর্থক সাদেক মিয়াকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক অমিতাব পরাগ তালুকদার এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সাদেক মিয়া পূর্ব বাঙুনীপাড়া মহল্লার বাসিন্দা।
পুলিশ জানান, আজ বিকালে বিএনপি মনোনিত মেয়রপ্রার্থী ফরিদ আহমেদ অলির সমর্থক সাদেক মিয়া ভোটারদের মাঝে কালো টাকা বিলির সময় ১০ হাজার টাকাসহ হাতে নাতে আটক হন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সোমবার সন্ধ্যার দিকে সাদেক মিয়াকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।