নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম নূরপুর গ্রামে চলছে জমজমাট মাদক ব্যবসা।দিনের পর দিন মাদক সম্রাট হিরু মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
উক্ত মাদক সম্রাট হিরু কে পুলিশ কয়েকবার আটক করলেও জামিনে চলে এসে ফের লিপ্ত হয় মাদক ব্যবসায়।
মাদক সম্রাট হিরুর সঙ্গে আলাপ করলে সে জানায়,তার নাকি প্রায় ১৭ টা মামলা ছিল।বর্তমানে ১২ টার মত মামলা আছে আমি যদি এই ব্যবসা না করি মামলা চালাব কিভাবে,আর আমি ও চলমু কি করে।
উল্লেখ্য , মাদক সম্রাট হিরুর বাড়ির সামনে আনাচে কানাচে পরে রয়েছে ফেনসিডিলের খালি বোতল।
স্থানীয় ও সরজমিনে দেখা যায়-হবিগঞ্জ শহর এবং আসেপাশে শহর থেকে মোটরসাইকেল,প্রাইভেট গাড়ী নিয়ে এসে মাদক সম্রাট হিরুর বাড়ি থেকে ফেনসিডিল,গাজা ক্রয় করে নিয়ে যাচ্ছে। এখানে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মাদক সম্রাট হিরুর বাড়িতে কয়েকবার দফায় দফায় অভিযান চালালেও উল্লেখযোগ্য কোন সুফল পাওয়া যায়নি।
এদিকে স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়িত হচ্ছে মাদক সেবনের সাথে।নেশায় আসক্ত হয়ে পরে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।
এই মাদকের ছোবল থেকে কে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকার জনগন।