এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে টমটমের নম্বর নিয়ে তালবাহানা শুরু হয়েছে। এ নিয়ে এক টমটম মালিকের কাছ থেকে পৌরসভার কর্মচারি সিদ্বার্থ বিশ্বাস, তাজুল ইসলাম টাকার বিনিময় নাম্বার পেইট নিয়ে দুর্নিতির অভিযোগ তুলেছেন।
অভিযোগে জানা যায়, রিচি ইউনিয়নের নোয়াগাও গ্রামের আব্দুন নুরের পুত্র টমটম মালিক ও চালক আফজল হোসেন ১৮ নভেম্বর তার টমটমের লাইসেন্স নম্বর ৪১০ নবায়ন করার জন্য ফিসহ আবেদন করেন। হবিগঞ্জ পৌরসভা থেকে তাকে রশিদ দেয়া হয়। কিন্তু তিনি গতকাল গিয়ে দেখেন তার নম্বরপেইটটি কে বা কারা নিয়ে গেছে।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত পৌর কর্মচারি সিদ্ধার্থ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরে বিষয়টি দেখব বলে এড়িয়ে যান। এ নিয়ে টমটম শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সিদ্ধার্থ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে টমটম মলিকের সাথে যোগাযোগ করলে তিনি যানান, তিনি আইনী আশ্রয় নিচ্ছে এবং সিদ্বার্থ বিশ্বাস, তাজুল ইসলাম এবং সুরজ্ঞিদ দাশ এদের নামে অভিযোগ দায়ের করছেন।