হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদরের জেলা পরিষদ ভবন কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের মেয়র পদে মনোনীত প্রার্থীর কর্মীরা কেন্দ্রটি দখলের চেষ্টা করলে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে এ কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
প্রিজাইডিং অফিসার আব্দুল আউয়াল জানান , আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সাময়িক ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।